Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

কুমারখালীতে দৈনিক আমার সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

জুন ৯, ২০২৪, ০৩:৪৪ পিএম


কুমারখালীতে দৈনিক আমার সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাহসিকতার ১ যুগে পদার্পণ উপলক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালীতে বহুল প্রচলিত জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

রোববার দুপুরে কুমারখালী প্রেসক্লাব হল রুমে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

অনুষ্ঠানে দৈনিক আমার সংবাদ পত্রিকার কুমারখালী উপজেলা প্রতিনিধি ও কুমারখালী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো. আলমগীর হোসেন।

দৈনিক আমার সংবাদের কুষ্টিয়া জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কুমারখালী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সিনিয়র সাংবাদিক বকুল চৌধুরী।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের কুমারখালী প্রতিনিধি খন্দকার লিপু আমির, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি সোহাগ মাহমুদ, ফ্যামিলি কেয়ার হাসপাতালের  ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকী।

এ সময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন, মানবকণ্ঠের জেলা প্রতিনিধি আব্দুল কুদ্দুস, কুমারখালী প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক কালবেলার কুমারখালী প্রতিনিধি মনোয়ার হোসেন,  সাংগঠনিক সম্পাদক ও বিজয় টিভির প্রতিনিধি তানভীর লিটন, দৈনিক লাখোকণ্ঠের জেলা প্রতিনিধি সামরুজ্জান সামুন, দৈনিক যায়যায়দিন পত্রিকার ফরহাদ আসিফ টিপু, অপরাধ অনুসন্ধানের গোলাম সরোয়ার, আনন্দ টিভির মোস্তাফিজুর রহমান রিগান, প্রেসক্লাবের প্রচার সম্পাদক নয়ন শেখ, প্রতিদিনের সংবাদের পলাশ কুমার, মানবকণ্ঠের উপজেলা প্রতিনিধি বিজয় কুমার, দৈনিক দেশের বাণীর আসাদুজ্জামান সবুজ, মিরর অফ বাংলাদেশের মিজানুর রহমান সাংবাদিক হাসানুজ্জামান লিংকন, রবিন, সাব্বির, ফাহিমসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

এ সময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে দৈনিক আমার সংবাদ পত্রিকার ভূমিকা তুলে ধরার পাশাপাশি দৈনিক আমার সংবাদ পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন সাংবাদিকরা।

ইএইচ

Link copied!