Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

৩ সন্তানসহ নিখোঁজ গৃহবধূ বগুড়া থেকে উদ্ধার, যুবক আটক

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

জুন ৯, ২০২৪, ০৬:৪০ পিএম


৩ সন্তানসহ নিখোঁজ গৃহবধূ বগুড়া থেকে উদ্ধার, যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের মেরাশানী গ্রামের বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি আখাউড়া উপজেলায় ফেরার পথে ৩ কন্যাসহ নিখোঁজ সেই গৃহবধূকে বগুড়ার একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।

এ সময় নিখোঁজ গৃহবধূ মোছা. খালেদা আক্তার রিতুর সঙ্গে থাকা এক যুবককে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই গৃহবধূর সাথে যুবকের আগে থেকেই সম্পর্ক ছিল।

রোববার দুপুরে ৩ কন্যাসহ গৃহবধূকে তথ্য প্রযুক্তির সহায়তায় বগুড়া থেকে উদ্ধার করে বিজয়নগর থানা পুলিশ

নিখোঁজ মোছা. খালেদা আক্তার রিতু (২৮) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের দ্বিজয়পুর গ্রামের আতাউর রহমান ভুঁইয়ার স্ত্রী। তাদের ৩ কন্যা সন্তানের নাম তাবাসসুম আক্তার (১০) তানিশা আক্তার (৭) ও হুমায়রা আক্তার (৫)।

বিষয়টি নিশ্চিত করে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম বলেন, গৃহবধূর সাথে যে ব্যক্তিকে পাওয়া গেছে তার সাথে ওই গৃহবধূর আগে থেকেই সম্পর্ক ছিল বলে ধারণা করা হচ্ছে। গৃহবধূর জবানবন্দি নেওয়া হলে নিখোঁজের কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

ইএইচ

Link copied!