Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

দৌলতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রলীগের মানববন্ধন

দৌলতপুর (কুষ্টিয়া)প্রতিনিধি

দৌলতপুর (কুষ্টিয়া)প্রতিনিধি

জুন ৯, ২০২৪, ০৭:০৩ পিএম


দৌলতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রলীগের মানববন্ধন

ছাত্রলীগ নেতাদের গুলি করে হত্যার হুমকি ও অবৈধ নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে কুষ্টিয়ার দৌলতপুর কলেজের অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান সুমনের বিরুদ্ধে ছাত্রলীগের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার বেলা ১১টায় দৌলতপুর উপজেলা পরিষদ বাজারের প্রধান সড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আমানুল্লাহ আমানের সভাপতিত্বে ছাত্রলীগের ডাকা মানববন্ধন ও সমাবেশে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ বীর মুক্তিযোদ্ধা এবং সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীরা অংশ নেয়।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপ্লব মাহমুদ, দৌলতপুর কলেজ ছাত্রলীগের সভাপতি নান্টু মিয়া, দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মোল্লা মো. চঞ্চল, দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহুরুল আলম, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য মামুন কবিরাজ ও সাবেক ছাত্রনেতা নজরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ইএইচ

Link copied!