Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

বজ্রপাতে প্রাণ গেল মাদরাসা শিক্ষার্থীর, ৩ মহিষের মৃত্যু

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

জুন ৯, ২০২৪, ০৮:৩৯ পিএম


বজ্রপাতে প্রাণ গেল মাদরাসা শিক্ষার্থীর, ৩ মহিষের মৃত্যু

ফেনীতে বজ্রপাতে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার দুপুরের দিকে জেলার সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিণ কাশিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আনোয়ার হোসেন (১৪) ওই এলাকার আমীর হোসেনের নতুন বাড়ির নুর করিমের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হক রিয়াদ জানান, দুপুরের দিকে আনোয়ার তার পিতার নুর করিমের সঙ্গে গরুর জন্য ঘাস কাটতে বাড়ির পাশে লীলানী জলা খালে যান। এ সময় ঝড় ও বজ্রপাত শুরু হলে তারা পিতা-পুত্র দৌড়ে আশ্রয়স্থলে যাচ্ছিলেন। ওইসময় বিকট শব্দে আরেকটি বজ্রপাত হলে আনোয়ার মাটিতে লুটিয়ে পড়ে। পরে তার পিতা নুর করিম পেছনে তাকিয়ে ছেলেকে মাটিতে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত আনোয়ার স্থানীয় উত্তর কাশিমপুর মডেল দাখিল মাদরাসার ৮ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এদিকে একই সময় জেলার সোনাগাজী উপজেলার চরছান্দিয়া এলাকায় বজ্রপাতে ৩টি মহিষও মারা গেছে বলে জানা গেছে।

সোনাগাজী মডেল থানার ওসি সুদীপ রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

ইএইচ

Link copied!