Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

রাজারহাট উপজেলা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

জুন ৯, ২০২৪, ০৯:০০ পিএম


রাজারহাট উপজেলা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত

উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পির সভাপতিত্বে উপজেলা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বক্তব্য দেন- রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম।

রোববার বিকাল ৩টার দিকে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত প্রথম মাসিক সভায় আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অজয় কুমার সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, রাজারহাট থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান (পিপিএম), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজার রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুর রব উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথি।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আরফানুল আলম, উপজেলা প্রকৌশলী সোহেল রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা শাহ আলম সরকার, উপজেলা বিআরডিপি কর্মকর্তা উজ্জ্বল কুমার, মৎস্য কর্মকর্তা আরিফুল আলম, এমপির প্রতিনিধি ও উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এরশাদুন্নবী, চাকিরপশার ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম, রাজারহাট ইউপি চেয়ারম্যান এনামুল হক, ঘড়িয়াল ডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস প্রামাণিক, বিদ্যানন্দ ইউপি চেয়ারম্যান তাইজুল ইসলাম, উপজেলা সদর বণিক সমিতি সভাপতি আলহাজ্ব আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক রাজ্জাক রাজসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও উপজেলার দায়িত্বপ্রাপ্ত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।

ইএইচ

Link copied!