Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

সাদুল্লাপুরে দৈনিক আমার সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

জুন ৯, ২০২৪, ০৯:২৬ পিএম


সাদুল্লাপুরে দৈনিক আমার সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বহুল প্রচারিত ও পাঠকপ্রিয় দৈনিক আমার সংবাদ পত্রিকাটি ১১ বছর পেরিয়ে সাহসিকতার ১ যুগ পদার্পণে আনন্দমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

রোববার সন্ধ্যায় এ উপলক্ষ্যে সাদুল্লাপুর রিপোটার্স ক্লাব কার্যালয়ে কেক কেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আমার সংবাদ পত্রিকার সাদুল্লাপুর উপজেলা প্রতিনিধি মো. জালাল উদ্দিনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাদুল্লাপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. শহিদুল হক।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. রেজাউল করিম রেজা।

রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. আবু হাসানুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল সরকার, সাধারণ সম্পাদক সহীদুল্ল্যাহেল কবির ফারুক, সাদুল্লাপুর উপজেলার দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি শাহজাহান সোহেল, বনগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোকলেছুর রহমান ও সাদুল্লাপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসলাম হোসেন নান্নু।

এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম শাহিন, দপ্তর সম্পাদক মশিউর রহমান, প্রচার সম্পাদক লিটন কর্মকার, প্রেসক্লাব সাদুল্লাপুর যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব সরকার নাহিদ ও প্রচার সম্পাদক বিপ্লব।

ইএইচ

Link copied!