Amar Sangbad
ঢাকা বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪,

তাপমাত্রা কমাতে ফরিদপুরে লক্ষাধিক গাছের চারা বিতরণ

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রতিনিধি

জুন ৯, ২০২৪, ০৯:৪২ পিএম


তাপমাত্রা কমাতে ফরিদপুরে লক্ষাধিক গাছের চারা বিতরণ

তাপমাত্রা কমাতে বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে ফরিদপুরে লক্ষাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রোববার বিকালে শহরের শেখ জামাল স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক চৌধুরী রওশন ইসলাম। এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, পুরো জেলায় বিভিন্ন প্রজাতির মোট এক লাখ পঁচিশ হাজার গাছের চারা বিতরণ করা হবে। আগামী ১২ জুন পর্যন্ত পর্যায়ক্রমে প্রতিটি উপজেলায় শিক্ষার্থীদের হাতে এসব চারা তুলে দেয়া হবে। এরমধ্যে রোববার জেলা সদর, আলফাডাঙ্গা ও বোয়ালমারীতে একযোগে বিতরণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যকালে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক চৌধুরী রওশন ইসলাম বলেন, বাংলাদেশের তাপমাত্রা মাত্রাতিরিক্তভাবে বৃদ্ধি পেয়েছে। যার কারণে আমরা ঘরের ভেতরেও সুস্থ থাকা যাচ্ছে না, আমরা মানবেতর জীবনযাপন করছি। তাপমাত্রা আমাদের কাছে অসহনীয় হয়ে উঠেছে। এর অন্যতম কারণ পরিবেশের বৃক্ষ নিধন। যে পরিমাণ বৃক্ষ পৃথিবীতে থাকা দরকার তা নেই। সেই প্রেক্ষিতে আজ আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াছিন কবির। তিনি সকল শিক্ষার্থীকে যত্নসহকারে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান হাসান ও পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাঈদ আনোয়ার।

ইএইচ

Link copied!