Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

বামনায় চেয়ারম্যান হলেন মিজানুর রহমান

বামনা (বরগুনা) প্রতিনিধি

বামনা (বরগুনা) প্রতিনিধি

জুন ১০, ২০২৪, ১০:২৯ এএম


বামনায় চেয়ারম্যান হলেন মিজানুর রহমান

৬ষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় ধাপের নির্বাচন ঘূর্ণিঝড় রেমালে স্থগিত হওয়া বরগুনার বামনা উপজেলা পরিষদ নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে চেয়ারম্যান পদে মোহাম্মদ মিজানুর রহমান (আনারস প্রতীক) ১৭,৬৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রার্থী বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু মৃধা (ঘোড়া প্রতীক) পেয়েছেন ১০,৯০৩ ভোট।

অপরদিকে উপজেলা ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে জাকারিয়া হোসেন মহারাজ (উড়োজাহাজ প্রতীক) ২০,৩৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছে । তার নিকটতম প্রার্থী মো. শাহাদাৎ হোসেন (রাজু) জোমাদ্দার (মাইক প্রতীক) পেয়েছেন ৮১৩৭ ভোট।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজমুন নাহার নাজু (কলস প্রতীক) ২৩৭৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান রুমি খানম (হাঁস প্রতীক) পেয়েছেন ১০৯০৭ ভোট।

ইএইচ

Link copied!