Amar Sangbad
ঢাকা সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪,

পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান হলেন এনামুল হোসাইন

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

জুন ১০, ২০২৪, ১০:৪৮ এএম


পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান হলেন এনামুল হোসাইন

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে বরগুনার পাথরঘাটায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মো. এনামুল হোসাইন।

রোববার ১০টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন অতিরিক্ত নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা দিলিপ কুমার হাওলাদার। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৫৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ঘোষিত ফলাফল অনুযায়ী, পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য এনামুল হোসাইন দোয়াত কলম প্রতীক নিয়ে ২৪ হাজার ২১০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নুর আফরোজ মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২২ হাজার ২২৯ ভোট।

এছাড়াও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির কাপ পিরিচ প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৩২৪ ভোট, রফিকুল ইসলাম রিপন মোল্লা আনারস প্রতীকে পেয়েছেন দুই হাজার ৬০০ ভোট, হাফিজুর রহমান সোহাগ ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন তিন হাজার ৭৭৪ ভোট, আকন সহিদ চিংড়ী প্রতীকে ৭২৩ ভোট এবং হেমায়েত হোসেন ভুট্টো হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ৩১৭ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীক নিয়ে ২৯ হাজার ৭২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সৈয়দ মো. নাজেস আফরোজ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. শওকত হাসান রমিম মাইক প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ২৫ হাজার ১৫৪।

এছাড়া জামাল আহমেদ উড়োজাহাজ প্রতীকে পাঁচ হাজার ৯৫১ ভোট, রেজাউল করিম রাজা তালা প্রতীকে ছয় হাজার ৮১৫ ভোট, জাহিদ হাসান বই প্রতীকে এক হাজার ছয় ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৯ হাজার ৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ফুটবল প্রতীকের নাজমুন্নাহার পাপড়ি মল্লিক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কলস প্রতীকের ফাতিমা পারভীন পেয়েছেন ১৪ হাজার ২৫২ ভোট। এছাড়া ফারজানা হাঁস প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৪৩৩ ভোট, নীলু রানী প্রজাপতি প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৩৭৫ ভোট।

ইএইচ

Link copied!