Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

বরিশালের আগৈলঝাড়ায় চেয়ারম্যান যতীন্ত্র, গৌরনদীতে মনির

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

জুন ১০, ২০২৪, ১২:০৩ পিএম


বরিশালের আগৈলঝাড়ায় চেয়ারম্যান যতীন্ত্র, গৌরনদীতে মনির

ঘূর্ণিঝড় রেমালের কারণে স্থগিত হওয়া তৃতীয় ধাপের জেলার গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

রোববার দিনভর ভোট শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।

রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফলাফল অনুযায়ী আগৈলঝাড়া উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন যতীন্দ্র নাথ মিস্ত্রী। তিনি দোয়াত কলম প্রতীক নিয়ে ২৬ হাজার ৭৫৮ ভোট পেয়েছেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা বাসুদেব সরকার।

তার প্রতিদ্বন্দ্বি আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদস্য সাবেক চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত পেয়েছেন ২৫ হাজার ৮৬৯ ভোট।

এ উপজেলায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত সঞ্জয় বাড়ৈ পেয়েছেন ২১ হাজার ২৫৫ ভোট ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হাফিজা ইয়াসমিন পেয়েছেন ২১ হাজার ৪৭০ ভোট।

উপজেলা নির্বাচন কর্মকর্তা বাসুদেব সরকার জানান, এ উপজেলায় এক লাখ ৩৪ হাজার ১৩৩ ভোটার। এর মধ্যে ৫৩ হাজার ৮৯০ জন ভোট দিয়েছেন। বৈধ ভোটের সংখ্যা ৫২ হাজার ৬২৭। ভোটের হার ৪০.১৮ ভাগ।

অপরদিকে গৌরনদী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মনির হোসেন মিয়া। রোববার দিনভর ভোট শেষে সন্ধ্যায় ফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান।

ঘোষিত ফলাফলে দেখা গেছে, কাপ পিরিচ প্রতীক নিয়ে গৌরনদী পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভোট পেয়েছেন ৪০ হাজার ৪৪৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমান পেয়েছেন ৩৬ হাজার ৯২৪ ভোট। প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে গেলেও সৈয়দা মনিরুন নাহার মেরী পেয়েছেন ২৩৮ ভোট।

নির্বাচনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত মো. ফরহাদ হোসেন পেয়েছেন ৪৮ হাজার ৪০৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মো. জামাল গোমস্তা পেয়েছেন ২৮ হাজার ৩১৪ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন সাহিদা আক্তার। তিনি পেয়েছেন ৩০ হাজার ৬১৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী আইরিন আক্তার পান ২১ হাজার ৮৬৪ ভোট। অপর প্রতিদ্বন্দ্বী শিপ্রা রানী বিশ্বাস পেয়েছেন ২০ হাজার ৭৮৭ ভোট।

উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান, এ উপজেলায় মোট ভোটার ছিল এক লাখ ৭৪ হাজার ৯৬১। এর মধ্যে ভোট দেয় ৭৯ হাজার ৩১০ জন ভোটার। বৈধ ভোটের সংখ্যা ৭৬ হাজার ২৬৪টি। ভোটের হার ৪৫.৩৩ ভাগ।

ইএইচ

Link copied!