Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কালিহাতীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল চালকের

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

জুন ১০, ২০২৪, ০১:৫৪ পিএম


কালিহাতীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল চালকের

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বিল্লাল হোসেন (৩৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

সোমবার সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিল্লাল হোসেন ঢাকার ডেমরা উপজেলার মুসলিম নগর এলাকার আনিছ মিয়ার ছেলে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক ইউসুফ আলী জানান, বিল্লাল হোসেন পাবনা থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। সকালে ঢাকা-টাঙ্গাইল-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার সরাতৈল নামক স্থানে পৌঁছলে একটি ট্রাক তার মোটরসাইকেলের ওপর দিয়ে চলে যায়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ইএইচ

Link copied!