Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বিসিসির ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশকারী গ্রেপ্তার

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

জুন ১০, ২০২৪, ০৪:৪৩ পিএম


বিসিসির ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশকারী গ্রেপ্তার

বরিশাল সিটি কর্পোরেশনের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে অর্থ হাতিয়ে নেয়া প্রতারককে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

এ বিষয়ে সোমবার কোতোয়ালি মডেল থানায় সংবাদ সম্মেলন করেছে পুলিশ।

সংবাদ সম্মেলনে ডিসি আলী আশ্রাফ ভুঁইয়া বলেন, চলতি বছরের ৯মার্চ একটি জাতীয় দৈনিক পত্রিকার লোগো ব্যবহার করে বরিশাল সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেই বিজ্ঞপ্তি দেখে বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেছে বরিশাল সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা আহসানউল্লাহ রোমেল।

মামলার পরিপ্রেক্ষিতে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে রবিবার ময়মনসিংহ থেকে প্রতারক তাওহীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

গ্রেপ্তার তাওহীদ ময়মনসিংহ জেলার খাটিপারা এলাকার নায়েব আলির ছেলে।

পুলিশ জানায়, তাওহিদ বরিশাল সিটি কর্পোরেশন ছাড়াও নড়াইল জেলা সদর হাসপাতাল ও বগুড়া পাসপোর্ট অফিসের ভুয়া নিয়োগ প্রকাশ করে হাতিয়েছেন অর্থ। গ্রেপ্তার তাওহিরে বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলা রয়েছে। সেই মামলায় সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান ওই কর্মকর্তা।

ইএইচ

Link copied!