Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

জুড়ীতে খেলতে গিয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি:

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি:

জুন ১১, ২০২৪, ০৯:৫৩ এএম


জুড়ীতে খেলতে গিয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় খেলতে গিয়ে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১০ জুন) বিকেলে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের মনতৈল গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, মনতৈল গ্রামের বিল্লাল মিয়ার ছেলে কেবিএহিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী মো. রানা (৮) ও পার্শ্ববর্তী গুচ্ছগ্রামের মোঃ ফারুক মিয়ার ছেলে ছেলে একই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী রানা (৯) বন্যার পানিতে খেলা করছিল। খেলাধুলার একপর্যায়ে দুই বন্ধু হঠাৎ গভীর পানিতে তলিয়ে যায়।

পরে তারা এ দুই শিুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী মো. রানাকে মৃত ঘোষণা করেন। অপর শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জায়ফরনগর ইউপি চেয়ারম্যান মাসুম রেজা বলেন, ঘটনার খবর পেয়ে হাসপাতালে তাদের দেখতে যাই। তাদের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বন্যার পানি বাড়তে থাকায় এ ধরনের ঘটনা আরও ঘটতে পারে। তাই এ সময়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

জুড়ী থানার এস আই সিরাজুল ইসলাম জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় এ দুই শিশুর মরদেহ আইনি প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হয়েছে।
বিআরইউ

Link copied!