Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বামনায় গৃহহীন ১১৫ পরিবার পেল নতুন ঘর

বামনা(বরগুনা) প্রতিনিধি:

বামনা(বরগুনা) প্রতিনিধি:

জুন ১১, ২০২৪, ০১:৫৪ পিএম


বামনায় গৃহহীন ১১৫ পরিবার পেল নতুন ঘর

বরগুনার বামনা উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহ ও ভূমিহীন ১১৫ পরিবারের মাঝে আশ্রয়ন প্রকল্পের নতুন ঘরের দলিল প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) সকালে বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে জমির দলিল হস্তান্তর করেন বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান।

এসময় উপস্থিত ছিলেন, বামনা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পরাগ সাহা, বামনা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চৌধূরী কামরুজ্জামান সগির, নবনির্বাচিত উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাকারিয়া হোসেন মহারাজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি ইউসুফ আলী হাওলাদার প্রমুখ।

বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, এখন পর্যন্ত এ উপজেলায় গৃহ ও ভূমিহীন ৩৭৪ টি পরিবারকে পুর্নবাসন করার লক্ষ্যে প্রধানমন্ত্রীয় আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় জমি ও ঘর প্রদান করা হয়েছে।

বিআরইউ

Link copied!