Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

কাশিয়ানীতে কোরবানির জন্য ৬৮৮৯ পশু প্রস্তুত

কাশিয়ানী গোপালগঞ্জ) প্রতিনিধি

কাশিয়ানী গোপালগঞ্জ) প্রতিনিধি

জুন ১১, ২০২৪, ০৫:০৪ পিএম


কাশিয়ানীতে কোরবানির জন্য ৬৮৮৯ পশু প্রস্তুত

পবিত্র ঈদুল আজাহা উপলক্ষ্যে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় কোরবানির জন্য বিভিন্ন খামারে এবং প্রান্তিক পর্যায়ে প্রস্তুত রাখা হয়েছে মোট-৬৮৮৯ টি কোরবানির পশু। এর মধ্যে গরু-৪০৫৫টি, মহিষ ২টি, ভেড়া ২৮টি, ছাগল ২৮০৪টি।

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় প্রান্তিক পর্যায়ে চাষিরা লাভের ও সংসারে সচ্ছলতার জন্য খামারের পাশাপাশি ব্যক্তি পর্যায়ে  বাড়িতে বাড়িতে পশুর লালন পালন করছে। কোরবানির শেষ দিকে তারা প্রত্যেকেই নিজেরদের পশুগুলিকে বেশি দামে বিক্রির  আশায় বেশি বেশি যত্ন নিতে কোমর বেঁধে নেমেছে।

একইভাবে খামারি ও প্রান্তিক চাষিরা কোরবানির জন্য যে সব পশু প্রস্তুত রেখেছেন সেই পশুগুলিকে কোরবানির হাটে তোলার জন্য বেশি বেশি যত্ন নিচ্ছেন। ক্রেতাদের দৃষ্টি আর্কষণের জন্য যত প্রকার কৌশল আছে তার প্রত্যেকটি প্রয়োগ করছেন খামারি ও প্রান্তিক পর্যায়ের চাষিরা।

ঈদুল আজাহার মাত্র কয়েকদিন বাকি থাকলেও অনেক খামারি এবং প্রান্তিক চাষিরা বেশি দামের আশায় নিজেদের পালিত পশুগুলি ধরে রেখেছে।

উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার পৃথ্বীজ কুমার এই তথ্য নিশ্চিত করে বলেন, নিয়মিত খামারি ও প্রান্তিক পর্যায়ে আমরা যথেষ্ট সেবা দিয়েছি। আশা করি উপজেলার চাহিদা পূরণ হবে। আগামী বছরে আরো বেশি পশু প্রস্তুত থাকবে। আমাদের উপজেলায় বর্তমানে ১১৪২টি দুগ্ধ খামার, ৮৪৮টি মোটা তাজাকরণ খামার, ৭৯৬টি ছাগলের খামারে নিয়মিত পশু পালন করা হচ্ছে।

ইএইচ

Link copied!