Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

অভয়নগরে সাপের কামড়ে প্রাণ গেল গৃহবধূর

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগর (যশোর) প্রতিনিধি

জুন ১১, ২০২৪, ০৫:২৬ পিএম


অভয়নগরে সাপের কামড়ে প্রাণ গেল গৃহবধূর

যশোরের অভয়নগরে সাপের কামড়ে আসমা বেগম (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

সোমবার রাতে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের মালাধরা গ্রামে এ ঘটনা ঘটে। বাড়ি থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মৃত আসমা বেগম উপজেলার মালাধরা গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী।

সাইদুল ইসলামের ভাইয়ের ছেলে হাবিবুর রহমান বলেন, সোমবার রাত আটটার সময়ের দিকে তার কাকি (আসমা বেগম) শোয়ার ঘরে বৈদ্যুতিক বাল্ব জ্বালাতে যান। বাল্বের সুইচ চালু করার সময় তার ডান পা ঘরে রাখা মিটসেফের নিচে চলে যায়। এ সময় মিটসেফের নিচে থাকা সাপ ডান পায়ের বুড়ো আঙুলে কামড় দেয়। এতে সে অসুস্থ হয়ে পড়েছিল। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক অথৈ সাহা বলেন, রাত সাড়ে নয়টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের আসমা বেগমকে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম বলেন, সাপের কামড়ে এক নারীর মৃত্যু হয়েছে। থানায় একটি অপমুত্যুর মামলা হয়েছে।

ইএইচ

Link copied!