Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মৎস্য চাষ বিষয়ে সরিষাবাড়ীতে প্রশিক্ষণ উদ্বোধন

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জুন ১১, ২০২৪, ০৫:২৯ পিএম


মৎস্য চাষ বিষয়ে সরিষাবাড়ীতে প্রশিক্ষণ উদ্বোধন

মৎস্য চাষ বিষয়ে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মঙ্গলবার বগারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে সাত দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন করা হয়।

উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বেকার যুবক-যুবতীদের মৎস্য চাষ করে বাড়তি আয় বৃদ্ধির করতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা রতন মিয়া। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা আক্তার।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, বেকার যুবক-যুবতীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

ইএইচ

Link copied!