Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

চাঁদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ: নিহত ৩

জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

জুন ১১, ২০২৪, ০৫:৫৬ পিএম


চাঁদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ: নিহত ৩

চাঁদপুরের হাজীগঞ্জে বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ জুন) বিকেলে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের বাকিলা এলাকার গোগড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও এক যাত্রী আহত হয়েছেন।

হাজীগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- উপজেলার বাকিলা ইউনিয়নের গোগড়া এলাকার হওলাদার বাড়ির রফিকুল ইসলামের ছেলে মো. সবুজ হোসেন (২৪), চাঁদপুর শহরের বাবুরহাট এলাকার আবুল খায়েরের ছেলে মো. মুজাম্মেল এবং তার স্ত্রী পিংকি বেগম।

বাকিলা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, আজ বিকেলে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের বাকিলা এলাকার গোগড়া নামক স্থানে চাঁদপুর থেকে হাজীগঞ্জগামী বালুবাহী ট্রাক চাঁদপুরগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সবুজ নিহত হন। এ সময় আহত আরও তিনজনকে সদর হাসপাতালে প্রেরণ করা হলে দুইজন মারা যান।

হাজীগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুর রশিদ জানান, ঘটনার খবর পেয়ে বালুবাহী ট্রাকটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরএস

Link copied!