Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নারায়ণগঞ্জ সিটিতে বসছে ১৪টি পশুর হাট

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

জুন ১১, ২০২৪, ০৭:৩৩ পিএম


নারায়ণগঞ্জ সিটিতে বসছে ১৪টি পশুর হাট

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে নারায়ণগঞ্জ সিটিতে ১৪টি অস্থায়ী পশুর হাটের দরপত্র আহ্বান করা হয়েছে।

সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, গত বছরে ১৮টি হাটের দরপত্র আহ্বান করলেও এবার জায়গা স্বল্পতার কারণে তা কমিয়ে ১৪টি হাটের দরপত্র আহ্বান করা হয়।

হাটগুলো হলো- ১ নম্বর ওয়ার্ড সিআই বালুর মাঠ, ৩নং ওয়ার্ড মৌলভী মো. ফজলুল রহমানের খালি মাঠ, ৪নং ওয়ার্ড তাজ জুট বেলিং কো. পাশের খালি মাঠ, ৮নং ওয়ার্ড গোদনাইল খেলার মাঠ, ৯নং ওয়ার্ড জালকুড়ি মোতালেব বেপারীর মাঠ, ৯নং ওয়ার্ড ওয়াপদা রোডের পাশের খালি মাঠ, ১৮নং ওয়ার্ড শহীদ নগর এলাকার রিয়াজুদ্দিন চৌধুরীর খালি মাঠ, ১৯নং ওয়ার্ড সামিট পাওয়ার প্লান্টের খালি মাঠ, ২১নং ওয়ার্ড স্কুল গাট সংলগ্ন খেলার মাঠ, ২৩নং ওয়ার্ড পূর্ব পাড়া লতিফ হাজীর মাঠ, ২৩নং ওয়ার্ড আলী আহম্মদ চুনকা সড়কের কাশেম জামালের মাঠ, ২৪নং ওয়ার্ড কাইতাখালি এলাকার গোলন্দাজ মিয়ার মাঠ, ২৪নং ওয়ার্ড নবীগঞ্জ গুদারা ঘাট সংলগ্ন খালি মাঠ ও ২৫নং ওয়ার্ড লক্ষণ খোলা সংলগ্ন খেলার খালি মাঠ।

এসব হাট গুলো অস্থায়ী ভিত্তিতে ঈদ পূর্ববর্তী তিন দিনের জন্য বসানোর নির্দেশ দেওয়া হয়েছে।

ইএইচ

Link copied!