Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মহেশপুরে ৯০ অসহায় দরিদ্র ভূমিহীন ও গৃহহীন পরিবারে পেল ঘর

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

জুন ১১, ২০২৪, ০৮:১২ পিএম


মহেশপুরে ৯০ অসহায় দরিদ্র ভূমিহীন ও গৃহহীন পরিবারে পেল ঘর

মহেশপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্তৃক ৫ম পর্যায়ে ২য় ধাপে ৯০টি অসহায় দরিদ্র ভূমিহীন ও গৃহহীন পরিবারে মাঝে ভূমি ও ঘর হস্তান্তর উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে উপজেলা হলরুমে হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরার সভাপতিত্বে ভার্চুয়াললি প্রধান অতিথির হিসেবে বক্তব্য দেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরিফ শাওন, মহেশপুর থানা ওসি মাহবুবুর রহমান কাজল, মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা, বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল সাত্তার, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান, ইউপি চেয়ারম্যান আবুল কাসেম মাস্টার, জামিরুল ইনলাম, গোলাম হায়দার নান্টু, সালাউদ্দিন প্রমুখ।

এ সময় উপজেলার ৯০টি গৃহহীন পরিবারের মাঝে ঘর ও জমি হস্তান্তর করা হয়।

ইএইচ

Link copied!