Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

কালিয়াকৈরে দুপক্ষের সংঘর্ষে আহত ৩

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

জুন ১১, ২০২৪, ০৮:১৭ পিএম


কালিয়াকৈরে দুপক্ষের সংঘর্ষে আহত ৩

গাজীপুরের কালিয়াকৈর ডিশ লাইন ব্যবসার লেনদেনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। ওই ঘটনায় দুইজনকে আটক করেছে থানা পুলিশ।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পূর্ব চান্দরা সরকারবাড়ী মাছ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ওই ঘটনায় দুইজনকে আসামি করে জাকির দেওয়ান কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

আহতরা হলেন, উপজেলার পূর্ব চান্দরা সরকারবাড়ী এলাকার মৃত বজলু মিয়ার ছেলে মহসিন আলী (৪০), রেজাউল দেওয়ানের ছেলে নাইম দেওয়ান (২৯), মৃত সিরাজ দেওয়ানের ছেলে জাকির দেওয়ান (৪২)।

অভিযুক্তরা হলেন, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দুরা সরকার বাড়ি এলাকার সরবেশ আলির ছেলে আশিকুজ্জামান বকুল (৪২),পা রভেজ দেওয়ানের ছেলে সুমন দেওয়ান (২২)।

পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

কালিয়াকৈর থানার (ওসি) অপারেশন জুবায়ের হোসেন জানান, ডিশ ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেশীয় ধারালো অস্ত্রসহ ২ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইএইচ

Link copied!