Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

শিবগঞ্জে আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি

বগুড়া প্রতিনিধি

জুন ১১, ২০২৪, ০৯:১৬ পিএম


শিবগঞ্জে আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের সাদুরিয়া রাহমানিয়া আলিম মাদরাসায় ২০২৪ সালের আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় দোয়া মাহফিল মাদরাসার হলরুমে অনুষ্ঠিত হয়।

নান্দুরা মাদরাসার সাবেক অধ্যক্ষ ও গভর্নিং বডির সদস্য মাওলানা আব্দুর রহিমের সভাপতিত্বে বিদায় ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য দেন- মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রেজাউল করিম।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- জয়পুরহাটের আমদই ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক মো. আইনুল হক, সাদুরিয়া রাহমানিয়া মাদরাসার ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুল করিম, ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. জুলফিকার আলি রঞ্জু ও আরবি প্রভাষক মাওলানা আমিনুল ইসলাম।

মাদরাসার শিক্ষক মাওলানা বেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, সাদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. তাইজুল ইসলাম, সহকারী শিক্ষক আ ফ ম তরিকুল ইসলাম, সহকারী শিক্ষক মো. আরিফুল ইসলাম ইবতেদায়ী প্রধান মাহবুবুর রহমান, ডা. আব্দুল ওয়াদুদ প্রমুখ।

বিদায়ী পরীক্ষার্থীদের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করেন মাওলানা মামুনুর রশিদ। এ বছর মাদরাসা থেকে ২৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।

ইএইচ

Link copied!