Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

বাজেটকে স্বাগতম জানাল মহসিন কলেজ ছাত্রলীগ

মামুনুর রশিদ, চট্টগ্রাম

মামুনুর রশিদ, চট্টগ্রাম

জুন ১১, ২০২৪, ০৯:২৭ পিএম


বাজেটকে স্বাগতম জানাল মহসিন কলেজ ছাত্রলীগ

২০২৪-২৫ অর্থবছরের বাজেট উত্থাপনের পর এটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ।

মঙ্গলবার কলেজের জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে চকবাজার, গণি বেকারি হয়ে আনন্দ মিছিল হয়। পরে মিছিলটি কলেজ জিরো পয়েন্টের বঙ্গবন্ধু ম্যুরালের পাদদেশে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের নেতা মুহাম্মদ আনোয়ার হোসেন পলাশ বলেন-  এবার ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করা হয়েছে। শেখ হাসিনা সরকার যে বাজেট দিয়েছে এই বাজেট তারুণ্যের স্বপ্নপূরণের বাজেট। এই বাজেট শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের বাজেট। এটি বেকারত্ব দূরীকরণের উপযোগী। এটি প্রযুক্তিকে ব্যবহার করে আগামীতে আর্থিক সমৃদ্ধি নিশ্চিতের বাজেট। যে বাজেট উপস্থাপন করা হয়েছে এটি বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করার উপযোগী। বর্তমানে পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রনায়করা।

এ সময় উপস্থিত ছিলেন- সুমন শাহরিয়ার, ইফতেখার রানা, মিনহাজুল আবেদীন সাজিদ, মো. নাজিম উদ্দিন, জিয়াউল হক এমদাদ, সিমলা দত্ত তন্বী, আবদুস সোবাহন, এমএ মনির, মোহাম্মদ এরশাদ, দোলন বড়ুয়া, রাবেয়া বসরি লিজা, নিশি চোধুরী, হাবিবুর রহমান সুজন, শাখাওয়ার হোসেন রাব্বি, নাজমুল হাসান বাপ্পু, সরওয়ার মির্জা, মোহাম্মদ শাহরিয়ার, ফারহান উদ্দিন খান, মো. ইমাম হোসেন ইমন, নুর উদ্দিন ফয়সাল, মো. হাছান, জয় দে, আনিকা সুলতান, আবির হোসেন, নাইমুর রহমান, আমিনুল ইসলাম রাকিব, রাজিব মাহমুদ, কায়সার হামিদ, মোহাম্মদ মিজান,  জোবায়ের, জিহাদ, ওসামা, অর্পণ পাল, সাবিত হাসান, মঞ্জুর  মোর্শেদ এনি, মো. সাকিব, মোহাম্মদ সালাউদ্দিন, শিমুল দাশ, আব্দুল লতিফ, মোহাম্মদ ফাহিম, মোহাম্মদ তুহিন, আনোয়ার হোসেন, মো. রাশেদ, পারভেজ, আবরার, তামিম, মাহতিম সাকিব, ওসমান খান, আদিব, মাশরাফি, শেখ আব্দুল আজিজ, হামিদ, আজম, নকিব, মোনতাসিম, ফয়সাল, শাহরিয়া, ফাহিম, সাকিব, লিমন, সাজ্জাদ, সিফাত, মুশফিক, শুভ, নেহাল, শোয়াইভ, আবিয়াজ, আনাস বিন বাকের, আরমান ও ইসফাহ প্রমুখ।

ইএইচ

Link copied!