Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

কালিহাতীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

জুন ১১, ২০২৪, ০৯:৩৪ পিএম


কালিহাতীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বর্গা গ্রামে মারুফা আক্তার (২০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে বলে তার পরিবারের লোকজন অভিযোগ করেছে।

ওই গৃহবধূর লাশ মঙ্গলবার বিকালে পুলিশ উদ্ধার করেছে।

স্থানীয়রা জানায়, প্রায় ৫ বছর আগে সখীপুর উপজেলার কুতুবপুর চারিবাইটা গ্রামের মৃত আ. হালিমের কন্যা মারুফা আক্তারের সাথে পার্শ্ববর্তী কালিহাতী উপজেলার বর্গা গ্রামের প্রবাসী আবু সাইদের ছেলে মনিরের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের কিছু দিন পরই মনির বিভিন্ন মাদকদ্রব্যের নেশায় আসক্ত হয়ে পড়ে। এ নিয়ে স্বামী স্ত্রী দুজনের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ লেগেই থাকতো।

এছাড়াও মনিরের সাথে তার দূর সম্পর্কের খালাতো বোনের সাথে পরকীয়ার সম্পর্ক ছিল। এসব বিষয় নিয়ে মারুফা প্রতিবাদ করতো। মূলত এসব বিষয়াদি নিয়ে তাদের মধ্যে পারিবারিক অশান্তি চলে আসছিল।

একপর্যায়ে মঙ্গলবার সকালে মারুফা তার মা পারভীন আক্তারকে বিষয়গুলো জানায়। দুপুরের দিকে মারুফার শ্বশুর বাড়ির প্রতিবেশীরা তার মা পারভীনকে মোবাইল ফোনে জানায় সে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। বিষয়টি হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে স্থানীয়ভাবে রহস্যের সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে কালিহাতী থানার এসআই মিন্টু ঘোষ জানান, লাশ উদ্ধার করা হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইএইচ

Link copied!