Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নিয়ম মেনে ব্যবসা করলে ব্যবসায়ীদের পাশে থাকবে সরকার: রাষ্ট্রপতি

পাবনা  জেলা প্রতিনিধি:

পাবনা জেলা প্রতিনিধি:

জুন ১২, ২০২৪, ০৯:২৫ এএম


নিয়ম মেনে ব্যবসা করলে ব্যবসায়ীদের পাশে থাকবে সরকার: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন ও ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী মন্দা বিরাজ করলেও সরকারের যুগোপযোগী ও সাহসী সিদ্ধান্ত এবং ব্যবসায়ীদের সহযোগিতায় বাংলাদেশের অর্থনীতি সচল রয়েছে।

তিনি বলেন, সরকার বাণিজ্য বিনিয়োগ সংক্রান্ত নীতি-নির্ধারণে ব্যবসায়ীদের পরামর্শ গুরুত্বসহকারে বিবেচনা করে। নিয়ম-নীতি মেনে ব্যবসা করলে সরকার সবসময় ব্যবসায়ীদের পাশে থাকবে।

মঙ্গলবার (১১ জুন) দুপুরে পাবনা সার্কিট হাউসে জেলার চেম্বার অব কমার্সের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে রাষ্ট্রপতি এ কথা বলেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, মতবিনিময়কালে পাবনা চেম্বার অব কমার্সের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী তাদের কার্যক্রম এবং পাবনার ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন বিষয় তুলে ধরেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, ব্যবসায়ীরা নিয়ম-নীতি মেনে তাদের কার্যক্রম পরিচালনা করবেন। অতি মুনাফালোভী ব্যবসায়ীদের অনৈতিক কর্মকাণ্ডে জনগণের যাতে ভোগান্তিতে না পরে সেদিকে খেয়াল রাখতে হবে। সরকার ইতোমধ্যে প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আশা করেন, এ বাজেট বাস্তবায়নে ব্যবসায়ীদের সর্বাত্মক সহযোগিতা প্রদান করবেন।

রাষ্ট্রপতি পাবনার কৃষি, শিল্পসহ বিভিন্ন খাতের ঐতিহ্য ও বাণিজ্যিক সম্ভাবনা তুলে ধরে এসব কাজে লাগাতে ব্যবসায়ী এবং ব্যবসায়ী নেতাদের প্রতি আহ্বান জানান। কর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টিতে পদক্ষেপ নেওয়ারও জোর আহ্বান জানান রাষ্ট্রপতি।

এ সময় রাষ্ট্রপতির সচিব, পাবনার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ পাবনা চেম্বার অব কমার্সের সদস্যগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাষ্ট্রপতি (৯ জুন) ৪ দিনের সফরে পাবনায় আসেন। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর এটি তার চতুর্থবার নিজ জেলায় সফর। সফরের দ্বিতীয় দিন রাষ্ট্রপতি সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং একাধিক সামাজিক কর্মসূচিতে যোগ দেন। আজ বুধবার দুপুরে পাবনা থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন রাষ্ট্রপতি।

বিআরইউ

 

Link copied!