Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ঘোড়াঘাটে ৮ মাসের শিশুকে যৌন হয়রানির মামলায় গ্রেপ্তার-১

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

জুন ১২, ২০২৪, ১২:৩১ পিএম


ঘোড়াঘাটে ৮ মাসের শিশুকে যৌন হয়রানির মামলায় গ্রেপ্তার-১

দিনাজপুরের ঘোড়াঘাটে এক মেয়ে শিশুকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (১১ জুন) সন্ধ্যায় ৮ মাস বয়সী শিশুটির মা বাদী হয়ে থানায় একটি মামলা করেছে।

মামলা দায়েরের পর উপ-পরিদর্শক (এসআই) অসীম কুমার মোদকের নেতৃত্বে পুলিশের একটি দল মঙ্গলবার (১১ জুন) রাত সাড়ে ৯টায় নিজ বাড়ি থেকে অভিযুক্ত মশিকুর ইসলাম মশিকে (৪০) গ্রেপ্তার করে। তিনি ২নং পালশা ইউনিয়নের বলাহার-পশ্চিমপাড়া গ্রামের মৃত আয়েজ উদ্দীনের ছেলে। পেশায় তিনি কৃষক। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৬ জুন বিকেল ৩টার সময় অভিযুক্ত মশি প্রতিবেশী শিশুটিকে তার মায়ের কোল থেকে নিয়ে ঘুরতে বের হয়।

এরপর বাড়ি থেকে ২০০ গজ দুরে রাস্তায় থেমে থাকা যাত্রীবাহী একটি সিএনজিতে নিয়ে গিয়ে যৌন হয়রানি করে এবং শিশুটির বিশেষ অঙ্গ থেকে রক্তপাত হতে থাকে। এতে শিশুটি কান্না করলে অভিযুক্ত মশি শিশুটিকে তার মায়ের কাছে দিয়ে আসে। রক্তপাত ঘটায় পরিবারের লোকজন ঘটনা বুঝতে পেরে শিশুটিকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ঘটনা নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, গ্রেপ্তার আসামিকে বুধবার দিনাজপুরের আদালতে পাঠানো হয়েছে। একই সাথে শিশুটির যৌন নিপীড়ন হয়েছে কিনা! তা পরীক্ষার মাধ্যমে জানার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিআরইউ

Link copied!