Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

দিনাজপুরে ১ কোটি ৮৬ লাখ নগদ টাকা ও চেক বিতরণ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

জুন ১৩, ২০২৪, ০২:১৯ পিএম


দিনাজপুরে ১ কোটি ৮৬ লাখ নগদ টাকা ও চেক বিতরণ

দিনাজপুরের ঘোড়াঘাট, বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলায় বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের মাঝে ৭৭ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।

ওই তিন উপজেলার ১৫৫ জন ব্যক্তি অনুদানের এই চেক পেয়েছেন। এছাড়াও ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৩০ জন ছাত্রীর মাঝে একটি করে বাইসাইকেল ও ৩৩০ জন শিক্ষার্থীর মাঝে নগদ ১ কোটি ৮ লাখ ৪৬ হাজার টাকা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার পৃথক তিনটি উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি শিবলী সাদিক।

এ সব অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক ক্যান্সার, কিডনি, স্টোক, প্যারালাইজড, লিভার সিরোসিস, জন্মগত হৃদরাগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের মাঝে চেক বিতরণ করেন তিনি।

ওইদিন সকালে ঘোড়াঘাট উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন সাংসদ শিবলী সাদিক। সেখানে ঘোড়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

পরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলামের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন সাংসদ শিবলী সাদিক।

তিন উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ৫০ হাজার টাকা করে ঘোড়াঘাটে ৩৩ জন, বিরামপুরে ৫৭ জন এবং নবাবগঞ্জে ৬৫ জন রোগীর হাতে চেক তুলে দেওয়া হয়।

এছাড়াও নবাবগঞ্জে ৫ জন ভিক্ষুকের মাঝে দোকান ঘর ও গাভি এবং ঘোড়াঘাটে প্রপ্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় ২০২৩-২৪ অর্থবছরের ১ম ও ২য় কিস্তির অর্থ দ্বারা ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৩০ জন ছাত্রীর মাঝে একটি করে বাইসাইকেল ও ৩৩০ জন শিক্ষার্থীর মাঝে নগদ ১ কোটি ৮ লাখ ৪৬ হাজার টাকা প্রদান করেন সাংসদ শিবলী সাদিক।

ঘোড়াঘাটে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক বলেন, ঘোড়াঘাট উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও আদিবাসী সন্তানদের লেখাপড়ার জন্য ১ কোটির অধিক টাকা অনুদান প্রদান করলাম। অনেকে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে ঘুমিয়ে থাকেন। তিনি যদি ঘুমিয়ে থাকতেন তাহলে এত উন্নয়নের ছোঁয়া আমরা পেতাম না। প্রধানমন্ত্রী গণভবনে থেকেই ঘোড়াঘাটের মত ছোট উপজেলা সহ পুরো দেশ নিয়ে ভাবছেন। এটি অন্তর থেকে অনুভব করলেই বুঝতে পারবেন।

তিনি আরও বলেন, আজ আওয়ামীলীগ সরকারের হাত ধরেই স্বাস্থ্য ও শিক্ষাক্ষাত সহ সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। আপনারা ভোট দিয়ে আমাদেরকে নির্বাচিত করেছেন। আর আপনাদের জন্য আমরা কি উন্নয়ন করছি, তা এসব অনুষ্ঠানের মাধ্যমে জানিয়ে দিতেই আপনাদের মাঝে উপস্থিত হই।

ইএইচ

Link copied!