নাগরপুর (টাঙ্গইল) প্রতিনিধি
জুন ১৩, ২০২৪, ০২:৫৪ পিএম
নাগরপুর (টাঙ্গইল) প্রতিনিধি
জুন ১৩, ২০২৪, ০২:৫৪ পিএম
‘স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক’ এ প্রতিপ্রাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার নাগরপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি অফিস প্রাঙ্গণে উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম মাসুম প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপ ভৌমিক উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন- প্রধান সহকারী কাম-হিসাব রক্ষক প্রদীপ কুমার সূত্রধর, সার্ভেয়ার এম মনজু, মো. সজীব পারভেজ, নাজির- কাম-ক্যাশিয়ার, সার্টিফিকেট পেশকার শাবানা আক্তারসহ গণমাধ্যমকর্মী, বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা, ভূমি ব্যবস্থাপনায় জনগণের হয়রানি বন্ধ ও এ সংক্রান্ত সকল সেবা সহজলভ্য করতে এবং ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন।
ইএইচ