Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

পাবনার ভাঙ্গুরায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

সফিক ইসলাম, পাবনা

সফিক ইসলাম, পাবনা

জুন ১৩, ২০২৪, ০৩:২৫ পিএম


পাবনার ভাঙ্গুরায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

পাবনার ভাঙ্গুরায় বাসি খাবার সংরক্ষণ ও অপরিচ্ছন্ন পরিবেশের কারণে ২টি হোটেলকে ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বেলা ১১টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিয়া আক্তার রোজি।

ভাঙ্গুড়া বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন বিসমিল্লাহ হোটেলে বাসি খাবার ফ্রিজে সংরক্ষণ ও আসবাবপত্রে ময়লা আবর্জনা ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে হোটেলের স্বত্বাধিকার মনিরুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ২ হাজার টাকা ও একই কারণে শরত নগর বাজারে আল্লাহ ভরসা হোটেলের স্বত্বাধিকার আ. আলীমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভাঙ্গুরা থানা পুলিশ ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিয়া আক্তার রোজি বলেন, ফ্রিজে পঁচাবাসি খাবার থাকায় এবং নোংরা পরিবেশে খাবার পরিবেশন করায় সতর্কতামূলক শাস্তি স্বরূপ অর্থদণ্ড করা হয়েছে। পরবর্তীতে এমন অপরাধমূলক কর্মকাণ্ড করলে জরিমানাসহ কঠোর শাস্তি প্রদান করা হবে।

ইএইচ

Link copied!