Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আটক ২৩

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

জুন ১৩, ২০২৪, ০৩:৪৭ পিএম


মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আটক ২৩

কিশোরগঞ্জের কটিয়াদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের সংঘর্ষে পুলিশসহ শতাধিক আহত হয়েছেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পুলিশ।

জানা যায়, বুধবার বিকালে তাল গাছের তালপাতা কাটা নিয়ে কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের করগাঁও ও ভাট্টা এলাকার দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে উভয়পক্ষ ক্ষিপ্ত হয়ে টেঁটা, হলঙ্গা এবং ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। খবর পেয়ে কটিয়াদী মডেল থানার একটি টিম ঘটনাস্থলে পৌঁছে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করেন। এ সময় পুলিশ ৩০ রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করে।

পুলিশ সূত্র জানায়, বুধবার বিকালে করগাঁও ইউনিয়নের ভাট্টা এলাকার রোমান (২৫) নামের একজন পার্শ্ববর্তী করগাঁও এলাকার সোহা বাবুর বাড়ির তালগাছ থেকে তালপাতা আনতে গেলে সেই এলাকার সাহাব উদ্দিনের ছেলে ইসমাইলের সাথে কথা কাটাকাটির জেরে রোমানকে মারধর করে ইসমাইল। পরে ঘটনার জের ধরে করগাঁও এলাকার একটি মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয় যে ‘ভাট্টা এলাকার লোকজন দলবদ্ধ হয়ে করগাঁও এলাকায় প্রবেশ করেছে, লোকজন মালামাল লুট করে নিয়ে যাচ্ছে।

এ সময় দুই গ্রামের লোকজন একে অপরের উপর ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। পরে পুলিশ বাঁধা দিলে দুই গ্রামের লোকজনই পুলিশের উপর চড়াও হন। এ সময় পুলিশের ৮ জন সদস্য আহত হয়। এ ঘটনায় কটিয়াদী মডেল থানা বাদী হয়ে ২৩ জনকে আসামি করে এবং আরোও ৪০-৪৫ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন এবং ২৩ জনকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ।

এ ঘটনায় আটককৃতরা হলেন, কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের রিজন (২৪), হাইদুল ইসলাম (৫০), রবিন হোসেন (২৫), তৌফিক মিয়া (৪০), কামাল মিয়া (৪০), মোনায়েম ভুঁইয়া (৬০), আবুল হোসেন (৪০), রিকন ভুঁইয়া (৪০), আমিনুল ইসলাম (৩৫), সুফিয়া (৪৫), শাহজাহান (৬০), দিলু মিয়া (৪৫), রহমান (৪৮), মোস্তফা (১৯), শফিকুল ইসলাম (৩০), কামরুল হাসান (২০), পল্টু মিয়া (৪৩), মো. সোহেল (৪০), মজিবর রহমান (২২) ও ফেরদৌস মিয়া (২৬)।

এ ব্যাপারে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ জানান, করগাঁও এবং ভাট্টা দুই এলাকার সংঘর্ষের খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে পুলিশের একটি টিম। পরিস্থিতি উত্তপ্ত অবস্থায় থাকলে ৩০ রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করে পুলিশ। এ সময় পুলিশের ৮ জন সদস্য আহত হয়।

এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে কটিয়াদী মডেল থানায় ২৩ জনকে আসামি এবং আরোও ৪০-৪৫ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করে। ২৩ জনকে আটক করা হয়েছে পাশাপাশি পরবর্তী আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।

ইএইচ

Link copied!