Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

লালপুরে নবনির্বাচিত চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ

লালপুর (নাটোর) প্রতিনিধি

লালপুর (নাটোর) প্রতিনিধি

জুন ১৩, ২০২৪, ০৩:৫১ পিএম


লালপুরে নবনির্বাচিত চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ

৬ষ্ঠ উপজেলা পরিষদের ২য় ধাপের নির্বাচনে নাটোরের লালপুর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানসহ মহিলা ভাইস চেয়ারম্যান দপ্তরের দায়িত্ব বুঝে নেওয়ার মধ্যদিয়ে নতুন যাত্রা শুরু করলো।

এছাড়া তাদেরকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে নবনির্বাচিত চেয়ারম্যান শামীম আহমেদ সাগর, ভাইস চেয়ারম্যান তৌহিদুল ইসলাম বাঘা, মহিলা ভাইস চেয়ারম্যান মাহাফুজা খাতুন শাপলাকে এই দায়িত্ব বুঝিয়ে দেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাহামিদা বিনতে হাফিজ, ওসি নাছিম আহমেদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহাবুদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপস্থিত চেয়ারম্যানদের গোপন ভোটের মাধ্যমে মহিলা ভাইস চেয়ারম্যান মাহাফুজা খাতুন শাপলাকে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

ইএইচ

Link copied!