Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নান্দাইলে আশ্রয়ণ প্রকল্পে অনিয়ম: সংবাদ প্রকাশের পর মেরামত

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

জুন ১৩, ২০২৪, ০৪:৪৬ পিএম


নান্দাইলে আশ্রয়ণ প্রকল্পে অনিয়ম: সংবাদ প্রকাশের পর মেরামত

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় প্রধানমন্ত্রী কর্তৃক আশ্রয়ণ-২ প্রকল্পের অধীন জরাজীর্ণ ব্যারাক প্রতিস্থাপনে অনিয়ম ও দুর্নীতির বিষয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর সেগুলি পুনরায় মেরামত করা হচ্ছে।

উদ্বোধনের পরদিন বুধবার উপজেলার বারোপাড়া আশ্রয়ণ প্রকল্পে গিয়ে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) তদারকিতে ঘরগুলোতে পুনরায় মেরামত কাজ করতে দেখা গেছে।

কিন্তু স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অরুণ কৃষ্ণ পাল পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদটি মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত বলে ক্ষোভ প্রকাশ করেন।

জানতে চাইলে সেখানে কাজ তদারকিতে থাকা সহকারী কমিশনার(ভূমি) ফয়জুর রহমার জানান, কিছু কিছু কাজ বাকি ছিল সেগুলো করে দেওয়া হচ্ছে।

ইএইচ

Link copied!