Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

বাগাতিপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

জুন ১৩, ২০২৪, ০৪:৫০ পিএম


বাগাতিপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

নাটোরের বাগাতিপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওসমান (৩০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বাগাতিপাড়া উপজেলার সদর ইউনিয়নের কাঁকফো মসজিদের সামনে আমিরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ওসমান নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের লোটাবাড়িয়া গ্রামের আলীর ছেলে। তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক (রাজ মিস্ত্রি) ছিলেন।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নান্নু খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার খবর পেয়েই তিনিসহ সঙ্গীয় পুলিশ অফিসার ও ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত ওসমানের পরিবার বা অন্য কারও কোন অভিযোগ না থাকায় মরদেহটির সুরাৎহাল প্রতিবেদন তৈরি করে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে বলেও জানান ওসি নান্নু খান।

ইএইচ

Link copied!