Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

চাটমোহরে ৫ কেজি গাঁজাসহ আটক ৩

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

জুন ১৩, ২০২৪, ০৫:০১ পিএম


চাটমোহরে ৫ কেজি গাঁজাসহ আটক ৩

পাবনার চাটমোহর ৫ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে চাটমোহর থানা পুলিশ।

বুধবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নের কদমতলী প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যালয় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- আব্দুল মতিন (৩৫), কামাল হোসেন (৩২) ও খোকন ইসলাম (৩২)। আটককৃতদের বিরুদ্ধে চাটমোহর থানায় মাদক আইনে মামলা হয়েছে।

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, ৫ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতের পাঠানো হয়েছে।

ইএইচ

Link copied!