Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪,

গফরগাঁওয়ে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

জুন ১৩, ২০২৪, ০৫:১২ পিএম


গফরগাঁওয়ে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁওয়ে হনুফা (২২) নামে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে গফরগাঁও থানা পুলিশ।

এ ঘটনায় নিহতের পিতা গফরগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বৃহস্পতিবার সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের চর্দিকান্দা এলাকায় ঘটনাটি ঘটে। 
নিহত হনুফা ওই এলাকার পোশাক কারখানার শ্রমিক রাসেল মিয়ার স্ত্রী।

জানা যায়, গত দুই মাস আগে পার্শবর্তী ত্রিশাল উপজেলার সাকুয়া গ্রামের আব্দুর রশিদের মেয়ে হনুফার সাথে গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের চর্দিকান্দা এলাকার জয়নাল মিয়ার ছেলে রাসেল মিয়ার বিয়ে হয়। গাজীপুরের একটি পোশাক কারখানায় কাজ করে রাসেল মিয়া। গতরাতে রাসেল মিয়ার সাথে তাঁর স্ত্রী হনুফার মোবাইলে ঝগড়া হয়।

পরে রাতে কোন এক সময় সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সকালে হনুফার শাশুড়ী জরিনা বেগম লাশ ফ্যানের সাথে ঝুলতে দেখে চিৎকার দেয়। জরিনার চিৎকার শুনে লোকজন এসে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে রাসেলের বাড়ির লোকজন পলাতক রয়েছে।

নিহত হনুফার মা ফিরোজা খাতুন বলেন, আমার মেয়েকে বিয়ে করে একদিনের জন্যও জামাই বাড়িতে আসেনি। স্বামী, স্ত্রীর মধ্যে এনিয়ে ঝগড়া হয়। আমি আমার মেয়েকে হারালাম। আমি সঠিক বিচার দাবি করছি।

গফরগাঁও থানার ওসি মোহাম্মদ শাহীনুজ্জামান খান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ইএইচ

Link copied!