Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

তানোরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

তানোর (রাজশাহী) প্রতিনিধি

তানোর (রাজশাহী) প্রতিনিধি

জুন ১৩, ২০২৪, ০৫:৩৫ পিএম


তানোরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

রাজশাহীর তানোরে সংরক্ষিত মহিলা সদস্যের স্বামী পরিত্যক্ত মাটির ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহতের নাম মুনসুর রহমান (৬৫)। সে খাপাড়া গ্রামের মৃত খোকনের পুত্র।

একই দিন সকালের দিকে তানোর পৌর সদর একে সরকার সরকারি কলেজের দক্ষিণে প্রফেসর পাড়ায় পাকা দেয়ালে ইট গাঁথুনির সময় পড়ে গিয়ে শমসের নামের এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে।

এছাড়াও গুবিরপাড়া গ্রামের বিধবা রজি বেগম (৪০) নামের এক দুই সন্তানের জননীর পানিতে ডুবে মুত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালের দিকে এ ঘটনাগুলো ঘটে। এসব ঘটনায় পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রতিটি ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

ইএইচ

Link copied!