Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

নলছিটিতে নবনির্বাচিতদের দায়িত্ব গ্রহণ

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

জুন ১৩, ২০২৪, ০৭:০০ পিএম


নলছিটিতে নবনির্বাচিতদের দায়িত্ব গ্রহণ

ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সালাউদ্দিন খান সেলিম, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, ভাইস চেয়ারম্যান (মহিলা) আয়শা আক্তার রিনা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার বিকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের বরণ করে নেওয়া হয়। এ সময় সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, ও ভাইস চেয়ারম্যান মোর্শেদা লস্করকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে সহকারী কমিশনার সমাপ্তি রায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদ আলীসহ উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সালাউদ্দিন খান সেলিম বলেন, আমার ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছে সততা ও নিষ্ঠার সঙ্গে এ দায়িত্ব পালন করবো। আমি সব সময় সাধারণ মানুষের সেবায় নিয়োজিত ছিলাম এবং মানুষের কল্যাণে সেবা করে যাব। এ দায়িত্ব পালনকালে উপজেলাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।

ইএইচ

Link copied!