Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

চাঁদপুরে সংঘর্ষের ঘটনায় ২ মামলা, গ্রেপ্তার ৫

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর প্রতিনিধি

জুন ১৩, ২০২৪, ০৮:০৪ পিএম


চাঁদপুরে সংঘর্ষের ঘটনায় ২ মামলা, গ্রেপ্তার ৫

চাঁদপুর শহরের পুরান বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় সদর মডেল থানায় আলাদা দুটি মামলায় ৩৭৮ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে ৫ জন।

বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. মুহসীন আলম।

গ্রেপ্তারকৃত ৫ আসামি হলেন— শহরের পুরান বাজারের জাকির হোসেন (২৮), বাবুল বেপারী (৪৪), ইয়াছিন মহব্বত (২৫), রিপন ইসলাম (২৮) ও সঞ্জয় বর্মন (১৯)।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ. মুহসীন আলম বলেন, ঘটনার পর থেকে পুলিশ জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রেখেছে। এখন পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ইএইচ

Link copied!