Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

টাঙ্গাইলে প্রাইভেটকার-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতদের পরিচয় মিলেছে

রাইসুল ইসলাম লিটন, টাঙ্গাইল

রাইসুল ইসলাম লিটন, টাঙ্গাইল

জুন ১৪, ২০২৪, ০৩:০৭ পিএম


টাঙ্গাইলে প্রাইভেটকার-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতদের পরিচয় মিলেছে

টাঙ্গাইলের কালিহাতীতে প্রাইভেটকার ও গরুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহত ৩ জনের পরিচয় মিলেছে।

এ ঘটনায় দুইজন আহত হলে তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

নিহতরা হলেন, জামালপুর সদর উপজেলার কালচারাল অফিসার আব্দুল্লাহ আল মামুনের ছেলে আব্দুল্লাহ আল অক্ষর (৬), তার নানী শাশুড়ি হোসনে আরা (৬৮) ও কুমিল্লার কুদ্দুস মিয়ার ছেলেও প্রাইভেটকার চালক আবুল হোসেন (৩৩)।

বিষয়টি এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নিশ্চিত করেছেন।

এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের উপজেলার বাগুটিয়ার বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের (বিটেক) সামনে এ দুর্ঘটনা ঘটে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাজেদুর রহমান জানান, প্রাইভেটকারটির ময়মনসিংহের দিকে যাচ্ছিল। প্রাইভেটকারটি কালিহাতী উপজেলার টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের বাগুটিয়া এলাকায় পৌঁছালে টাঙ্গাইলগামী গরুবাহী ট্রাকের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

এ ঘটনায় আহত হয় তিনজন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

ইএইচ

Link copied!