Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

তেঁতুলিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

জুন ১৪, ২০২৪, ০৩:৩৭ পিএম


তেঁতুলিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে আমন ধানের বীজ ও সার কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার কৃষি অফিস চত্বরে এই প্রণোদনার কৃষি উপকরণ কৃষকদের মাঝে বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দীন খান, উপজেলা কৃষি অফিসার তামান্না ফেরদৌস, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার আব্দুল মোতালেব প্রমুখ।

উপজেলা কৃষি অফিসার তামান্না ফেরদৌস বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ২০২৩-২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ ২০২৪-২৫ মৌসুমে আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রত্যেক কৃষকদের মাঝে আমন বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি বিনামূল্যে প্রদান করা হয়।

উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দীন খান বলেন, সরকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্য সার ও কীটনাশক বিতরণ করছে। অনেকে এই বীজ রোপণ করেন না। যারা বীজ ও সার পাবেন পরবর্তীতে তারা সেটি রোপণ করেছি কী না তা যাচাই করা হবে।

ইএইচ

Link copied!