Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বোয়ালমারীতে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

জুন ১৪, ২০২৪, ০৪:০৪ পিএম


বোয়ালমারীতে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে নিখোঁজের একদিন পর স্কুলছাত্রের লাশ পুকুর থেকে উদ্ধার হয়েছে। ওই ছাত্র উপজেলার সাতৈর ইউনিয়নের কামারহাটি গ্রামের জাহিদুল ইসলাম মোল্যার ছেলে আলিফ মোল্যা (৮)। সে সাতৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র।

পুলিশ শুক্রবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করেছে।

ওই ছাত্রের পিতা ঢাকায় গার্মেন্টসে চাকরি করে।

শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন মধুখালী সার্কেল এএসপি ইমরুল হাসান ও থানার অফিসার   ইনচার্জ মো. সহিদুল ইসলাম।

থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে ওই স্কুলছাত্র নিখোঁজ হয়। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে সাতৈর ফকির ভিটা বিলের একটি পুকুরে স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে তার পরিবারকে খবর দেয়। খবর পেয়ে তার পরিবার লাশ বাড়িতে নিয়ে যায়।

থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর শেখ মুজিব বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

থানার অফিসার ইনচার্জ মো. সহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় মৃত স্কুলছাত্রের চাচা শামিম মোল্যা বাদী হয়ে ইউডি মামলা করেছেন।

ইএইচ

Link copied!