Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্বস্তির ঈদযাত্রা

জহিরুল হক রাসেল, কুমিল্লা

জহিরুল হক রাসেল, কুমিল্লা

জুন ১৪, ২০২৪, ০৫:৫৭ পিএম


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্বস্তির ঈদযাত্রা

সারাদেশের মহাসড়কগুলোতে বাড়ছে যানবাহনের চাপ। ব্যতিক্রম নয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশও। তবে এই মহাসড়কে যানজট নিয়ন্ত্রণে পুলিশের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। কাজ করছে ২২টি কুইক রেসপন্স টিম।

মহাসড়কের কোথাও কোনো দুর্ঘটনা ঘটলে এই টিমগুলো দ্রুততার সঙ্গে চলাচল স্বাভাবিক করবে। এছাড়া এবার সড়কের কোনো অংশে সমস্যা থাকলে দ্রুততম সময়ে তা মেরামতে ২টি মোবাইল টিম রয়েছে সার্বক্ষণিক কাজ করবে বলে জানিয়েছে।

এছাড়াও সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা সড়কে সার্বক্ষণিক মনিটরিং করছে। নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে অতিরিক্ত ব্যবস্থাও নেওয়া হয়েছে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষ্যে হাইওয়ে কুমিল্লা অঞ্চলে ৪৪টি মোবাইল টিম, ৩৪টি পিকেট টিম, ঢাকা-চট্টগ্রামের মহাসড়কের ২২ থানায় ২২টি কুইক রেসপন্স টিম, ইন্টেলিজেন্স টিম, ২২টি অ্যাম্বুলেন্স রয়েছে। এ ছাড়া সরকারি এবং বেসরকারি রেকারও মোতায়েন করা হয়েছে।

হাইওয়ে কুমিল্লা রিজিয়ন পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি) মো. খাইরুল আলম বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আশপাশেরসহ হাইওয়ে কুমিল্লা অঞ্চলে ১২৭টি কোরবানির পশুর হাট বসার কথা রয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন রয়েছে ২৬টি গরুর হাট, এর মধ্যে ছয়টিকে অতি গুরুত্বপূর্ণ বিবেচনায় বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন রাখতে মহাসড়ক এলাকায় কোনো কোরবানির পশুর হাট বসতে দেওয়া হবে না। হাইওয়ে সংলগ্ন যেসব কোরবানির পশুর হাট রয়েছ সেগুলোর প্রতি বেশি নজর দেওয়া হচ্ছে।

সুনির্দিষ্ট তথ্য ছাড়া কেউ কোথাও কোনো পশুবাহী যানবাহন থামাতে পারবে না। পশুবাহী যানবাহনের নিরাপত্তায়ও হাইওয়ে পুলিশ তৎপর রয়েছে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমসার বাজার এলাকায় অবৈধ স্থাপন উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করে হাইওয়ে পুলিশ। ঢাকা থেকে টেকনাফ পর্যন্ত হাইওয়ে কুমিল্লা অঞ্চলে ঈদযাত্রা নির্বিঘ্ন হবে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

ইএইচ

Link copied!