Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বড়লেখা থেকে চুরি হওয়া ৫টি গরু নাসিরনগরে উদ্ধার

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

জুন ১৪, ২০২৪, ০৬:০৭ পিএম


বড়লেখা থেকে চুরি হওয়া ৫টি গরু নাসিরনগরে উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানা পুলিশের সহযোগিতায় মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ ৫টি গরুসহ ২ চোরকে আটক করেছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এর আগে, বড়লেখা উপজেলার দক্ষিণ ভাগ ইউনিয়নের পেনাগুল গ্রামের হারুন আহমেদের বাড়ি থেকে  বুধবার রাতে ৩টি গরু এবং তার প্রতিবেশী মুসলিম উদ্দিনের ২টি গরু গোয়াল ঘর থেকে চুরি করে নিয়ে যায় চোর চক্র।

এ ঘটনায় বাদী হয়ে হারুন আহমদ  বড়লেখা থানায় অভিযোগ করেন। পরে থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্ত্তীর দিকনির্দেশনায়, এসআই স্বপন কান্তি দাসের নেতৃত্বে, এসআই আতাউর রহমান ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানাধীন কুন্ডা ইউনিয়নের কুন্ডা টু গোকর্ণ বেরীবাধের সংযোগস্থলের পাকা রাস্তার উপর থেকে চুরি যাওয়া ৫টি গরু ও চুরির কাজে ব্যবহৃত পিকআপ এবং ঘটনায় জড়িত আন্তঃজেলা চোর দলের সক্রিয় সদস্য মো. দুলাল চৌধুরী (২৫) ও হাবিবুর রহমান ওরফে আবুল হককে গ্রেপ্তার করা হয়।

আসামি হাবিবুর রহমান ওরফে আবুলের বিরুদ্ধে একাধিক চুরি, ডাকাতি, ডাকাতির প্রস্তুতি ও খুনের মামলা রয়েছে। আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ইএইচ

Link copied!