Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

লালপুরে বাজারে আগুন, ৮টি দোকান ও মালামাল পুড়ে ছাই

লালপুর (নাটোর) প্রতিনিধি

লালপুর (নাটোর) প্রতিনিধি

জুন ১৪, ২০২৪, ০৬:২৯ পিএম


লালপুরে বাজারে আগুন, ৮টি দোকান ও মালামাল পুড়ে ছাই

নাটোরের লালপুরে আব্দুলপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৮টি দোকানঘর ও মালামাল পুড়ে অন্তত দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার ভোর ৪টার দিকে চংধুপইল ইউনিয়নের আব্দুলপুর বাজারে শাহিনের দোকানে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোরে শাহিনের দোকানঘরে থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে।

খবর পেয়ে দয়ারামপুর ও লালপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

দয়ারামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফজলুর রহমান বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে।

খবর পেয়ে পরিদর্শনে আসেন নাটোর- ১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।

তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে হলেও আমাদের আব্দুলপুর বাজারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে বাজার ও তাদের ব্যক্তিগত ক্ষয়ক্ষতি হয়েছে।

ইএইচ

Link copied!