Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

ফেনীতে ট্রাকচাপায় যুবকের মৃত্যু

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

জুন ১৪, ২০২৪, ০৬:৩৫ পিএম


ফেনীতে ট্রাকচাপায় যুবকের মৃত্যু

ফেনীতে ট্রাকচাপায় ফেরদৌস (৩৬) নামে এক যুবককে মৃত্যু হয়েছে। শুক্রবার জেলার দাগনভূঞা উপজেলার ফেনী-মাইজদি আঞ্চলিক মহাসড়কের জায়লস্কর ইউনিয়নের সিলোনীয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফেরদৌস ওই ইউনিয়নের আলামপুর হাজি বাড়ির মরহুম দেলোয়ার হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, দুটি ট্রাক একটি অপরটিকে ওভারটেক করার সময় ফেরদৌসকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

দাগনভূঞা থানার ওসি মো. আবুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ইএইচ

Link copied!