Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ধনবাড়ীতে পাট চাষিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

জুন ১৪, ২০২৪, ০৭:৩০ পিএম


ধনবাড়ীতে পাট চাষিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

‘বঙ্গবন্ধুর সোনার দেশ-স্মার্ট পাট শিল্পের বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের ধনবাড়ীতে পাট উৎপাদনকারী চাষি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ধনবাড়ী উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর ধনবাড়ীর আয়োজনে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় ধনবাড়ী উপজেলার তালিকাভুক্ত পাট চাষিদের এ প্রশিক্ষণ দেয়া হয়।

টাঙ্গাইল জেলা পাট অধিদপ্তরের পরিদর্শক রমেশ চন্দ্র সূত্রধরের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন, ধনবাড়ী টাঙ্গাইল জেলা পাট উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দেলোয়ার হোসেন, পাট উপ-সহকারী কর্মকর্তা মোশারফ হোসেন, ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি আনছার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাজন আহমেদ রাজুসহ অন্যরা।

প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!