Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

সাভারে থেমে থেমে যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুন ১৫, ২০২৪, ০১:১০ এএম


সাভারে থেমে থেমে যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

সাভারের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ বাড়ায় সৃষ্টি হয়েছে থেমে থেমে যানজট।

শুক্রবার রাত পৌনে ১০টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়ক ঘুরে এ চিত্র দেখিা গেছে।

ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর থেকে নয়ারহাট ৩ কিলোমিটার, নবীনগর-চন্দ্রা মহাসড়কের নবীনগর থেকে বাইপাইল ৩ কিলোমিটার ও বাইপাইল থেকে চন্দ্রা পর্যন্ত ১৭ কিলোমিটারসহ মোট ২৩ কিলোমিটার সড়কে থেমে থেমে যানজট সৃষ্টি হয়েছে।

এদিকে সাভার হাইওয়ে পুলিশের ওসি আইয়ুব আলী জানান, বিকাল থেকে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। এছাড়া কিছু বাস সড়কের ওপর দাঁড়িয়ে যাত্রী উঠাচ্ছেন। এতে করে পেছনে থাকা গাড়িগুলোর গতি কমে যাচ্ছে। এ জন্য ধীর গতির সৃষ্টি হয়েছে।

ইএইচ

Link copied!