Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

জুন ১৫, ২০২৪, ০৩:৪৩ পিএম


বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন

লালমনিরহাট থেকে ঢাকা রুটে চালু হওয়া বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি গাইবান্ধার সুন্দরগঞ্জের বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতির দাবিতে আবারও মানববন্ধন ও গণ অবস্থান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় এলাকাবাসীর ব্যানারে বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে এ মানববন্ধন ও গণঅবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ মানববন্ধন ও গণ অবস্থান কর্মসূচির সঙ্গে সমর্থন জানিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ নাহিদ নিগার সাগর।

বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জব্বারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারি।

সাবেক ছাত্রলীগ নেতা বিষ্ণু রাম রায়ের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মজনু হিরো, বীর মুক্তিযোদ্ধা ডা. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহ আল মেহেদী রাসেল, ইউপি সদস্য রানু মিয়া, মোহনা পাঠাগারের সভাপতি রাশেদুজ্জামান রাসেল, গণমাধ্যমকর্মী হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

এতে সুন্দরগঞ্জ উপজেলাসহ বামনডাঙ্গা, সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা, পার্শ্ববর্তী রংপুর জেলার মিঠাপুকুর ও পীরগাছা উপজেলা বিভিন্ন স্তরের জনগণ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!