Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

দৌলতদিয়ায় ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

জুন ১৫, ২০২৪, ০৮:২৯ পিএম


দৌলতদিয়ায় ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ঈদুল আজহা উপলক্ষ্যে নাড়ির টানে ঘরে ফেরা মানুষের ঢল নেমেছে। এ রুটে প্রতিদিন হাজার হাজার যাত্রী লঞ্চ ও ফেরিতে রাজধানী ঢাকা থেকে দক্ষিণাঞ্চলে যাওয়ার জন্য নদী পার হচ্ছেন।

যাত্রীদের উপচে পড়া ভিড় দেখে মনে হয় যেন দৌলতদিয়া ঘাটের সেই আগের চিত্র। কোনো ভোগান্তি না থাকায় সন্তোষ প্রকাশ করেন যাত্রীরা।

শুক্রবার বিকালে ও শনিবার দুপুরে দৌলতদিয়া ঘাট পরিদর্শনকালে এমনই দৃশ্য চোখে পড়ে।

এ সময় লঞ্চ ও ফেরিঘাটগুলো ঘুরে দেখা যায়, পাটুরিয়া প্রান্ত থেকে যাত্রী বোঝাই লঞ্চগুলো দৌলতদিয়া প্রান্তে এসে যাত্রী নামিয়ে একপ্রকার খালি অবস্থায় পুনরায় পাটুরিয়া যাচ্ছে। দৌলতদিয়ায় হাজার হাজার যাত্রীকে লঞ্চ থেকে নেমে দ্রুত বাস টার্মিনালের দিকে যেতে দেখা যায়।

দৌলতদিয়া ঘাট লঞ্চ মালিক সমিতির সুপারভাইজার মিলন জানায়, এ রুটে ১৬টি লঞ্চ নির্বিঘ্নে যাত্রী পারাপার করছে।

এছাড়াও ফেরিঘাটগুলোতে একই দৃশ্য পরিলক্ষিত হয়। ফেরিগুলো বাস, মিনিবাস, প্রাইভেটকার, মোটরসাইকেল ও শতশত যাত্রী নিয়ে ওপার থেকে দৌলতদিয়া ভিড়ছে। সব যানবাহনই ঠাসা যাত্রী বোঝাই। তবে ঢাকাগামী যাত্রী প্রায় একেবারে কম ও স্বল্প সংখ্যক যানবাহন নিয়ে নদী পার হয়ে ফেরিগুলোকে ওপার যেতে হচ্ছে।

তবে বাস টার্মিনালে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের পাওয়া গেছে। এ সময় কয়েক শত মৌসুমি বাসকে সড়কের পাশে ও টার্মিনালে এলোমেলো ভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

এ বিষয়ে দৌলতদিয়া ঘাট বিআইডব্লিউটিসি ম্যানেজার সালাহউদ্দিন বলেন, এ রুটে ১৮টি ফেরি সচল রয়েছে। তবে দৌলতদিয়া প্রান্তে যাত্রী ও গাড়ির সংখ্যা কম। পাটুরিয়া ঘাটে চাপ থাকায় বন্ধ থাকায় এপার থেকে অনেকটা লোড কম নিয়েই ফেরিগুলো ওপার যাচ্ছে।

ইএইচ

Link copied!