Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মধ্যরাতে প্রবাসীর বাড়িতে হামলা, থানায় অভিযোগ

জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি

জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি

জুন ১৬, ২০২৪, ০২:৪৫ পিএম


মধ্যরাতে প্রবাসীর বাড়িতে হামলা, থানায় অভিযোগ

শরীয়পুরের জাজিরার ইউনিয়নের উত্তর খোশাল শিকদার কান্দি এলাকায় পর্তুগাল প্রবাসী কামরুল হাসান ফকিরের বাড়িতে গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে।

এঘটনায় তিনি নিজে বাদী হয়ে জাজিরা থানায় অজ্ঞাত ২-৩ জনের নামে একটি সাধারণ ডাইরি করেছেন।

এ ঘটনার পরে আতঙ্কগ্রস্ত অবস্থায় দিন পার করছেন প্রবাসী কামরুল হাসান ফকির ও তার পরিবার।

কামরুল হাসান ফকির উত্তর খোশাল শিকদার কান্দি এলাকার আব্দুল রাজ্জাক ফকির (টুনু ফকির) এর বড় ছেলে।

এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, আমরা বিষয়টি জেনেছি। এ বিষয়ে জাজিরা থানায় একটি সাধারণ ডাইরি হয়েছে। আমাদের তদন্ত চলমান রয়েছে।

ইএইচ

Link copied!